মূসা ইব্ন ইস্মাঈল (রহঃ) …. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এরূপ দু’আ করতেনঃ “ইয়া আল্লাহ! আমি শ্বেত (কুষ্ঠ) রোগ হতে, পাগ্লামী হতে, খুজ্লী-পাঁচড়া হতে এবং ঘৃণ্য রোগ হতে পরিত্রাণ পাওয়ার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি।” (নাসাঈ)।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
বাংলা উচ্চারনঃ “আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসক্কাম”
উৎসঃ সূনান আবু দাউদ (ইফাঃ), অধ্যায়ঃ ২, সালাত (নামায), হাদীস নং- ১৫৫৪ বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ), পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
বর্তমান সময় আমরা নানা বিধ পুরাতন ও নতুন রোগ ব্যধিতে আক্রান্ত হচ্ছি। সকল স্বাস্থ্য বিধি মেনে, নিয়মিত বর্নিত দোয়া পাঠে ইনশাআল্লাহ সেসব জটিল ও কঠিন রোগ থেকে হেফাজতে থাকা সম্ভব.